স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

দশ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে (১০ জানুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর জি টাওয়ারে আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ ও যুগ্ম সম্পাদক শাহীন সরদারের যৌথ পরিচালনা সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব মকবুল হোসেন, প্রাধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, প্রাধান বক্তা কামরুল জামান কামাল সিনিয়র সহসভাপতি মালয়েশিয়া আওয়ামী লীগ।

আলোচনা সভায় জাতির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুরে বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রাম, জেল জুলুম ইতিহাস তুলে ধরেন।

এ সময় বক্তারা বলেন একটি তলা বিহীন ঝুড়ি থেকে দেশকে ডিজিটাল রাষ্ট্র রূপান্তর করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, প্রাধান মন্ত্রী শেখ হাসিনা, আগামীতে দেশের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান।

সভাপতির বক্তব্য জনাব মকবুল হোসেন মুকুল মালয়েশিয়া আওয়ামী লীগের সংগঠিত হয়ে আগামী দিনে রাজনীতি করার আহবান করেন এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আনতে হবে।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি রাশেদ বাদল, মনিরুল জামান মনির, মোঃ হুমায়ুন কবির, জালাল উদ্দীন সেলিম, মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভূয়া, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, প্রাচার সম্পাদক আব্দুল বাতেন, সহ প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, সাইদুল ইসলাম সিরাজ দপ্তর সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, মালয়েশিয়া ছাত্রী লীগের মহানগর কমিটির সভাপতি এম এই জুয়েল সহ আরো অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোতরিয়া আওয়ামী লীগের ডাঃ মাহবুব,অহিদুর,আবুল হাসেম,সোবাং জায়া শাখা থেকে মজিবুর রহমান, জাকির হোসেন ও মালয়েশিয়া ছাত্র লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, পবিত্র গীত পাঠ করেন শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, দেশের সস্মানে জাতীয় সংগীত পরিবেশন করেন ও দেশের জন্য জীবন দেওয়া সকল বিদায়ী আত্মার সম্মানে এক মিনিট নিরবতা পালন করেন।