![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk13-13.jpg)
ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ১৫৭টি সদস্য দেশ। এ বিষয়ে একটি খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে ১৫৭ দেশের আহ্বান। অন্যদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ব্রিটেন। তবে হামাসের দাবি,
তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ফিলিস্তিনে বিদেশি হস্তক্ষেপ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটেন। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ইরান বলছে, এতে দেশটির জনগণের অধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়বে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে এ বিষয়ে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। সংগঠনটিকে কেউ সমর্থন করে হামাসের পতাকা উড়ালে কিংবা কোনো সভা-সমাবেশ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।