আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২৬৯ জন তালেবান সদস্য নিহত হয়েছে। দেশটির ১৩ প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের ৩১ প্রদেশে এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, অভিযানে ১৭৬ জন তালেবান সদস্য আহত হয়েছে। তালেবানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আফগান সেনারা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তালেবানরা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে আফগানিস্তানের ৯০ ভাগ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার তালেবান যে দাবি তুলেছে, সেটা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: ইরিব নিউজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।