ইউএস-বাংলা এয়ারলাইন্স কেবিন ক্রু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইচএসসি পাস হলেই করা যাবে আবেদন, স্নাতক পাস শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদবি : কেবিন ক্রু (নারী)।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি বা সমমান পাস। জিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ও লেভেলের শিক্ষার্থীদের ৫ বিষয়ে গড় গ্রেড ডি থাকতে হবে। এ লেভেল হলে দুই বিষয়ে গড় ডি গ্রেড থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়। তবে স্নাতক পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
উচ্চতা কমপক্ষে ১৫৮ সেমি। ওজন বিএমআই অনুসারে হতে হবে। বয়সসীমা ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ৩২ বছর পর্যন্ত। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। সাতার জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। উত্তরায় থাকার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৭০ হাজার টাকা। সঙ্গে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস প্রদান করা হবে। উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বিমা, প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন https://usbair.com/career/cabin-crew-department/cabin-crew?fbclid=IwAR3fc5s5eSISUwkeujP5UA8b5lGYYl9sPF3KeTwLo0t1_u1ojsf7w38QyY0করতে হবে।
আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ : ২৪ জুন, ২০২৩
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।