এসএসসি পাসে চাকরির সুযোগ দিচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং ও আইটি সার্ভিস প্রোভাইডার ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে লোকবল নেবে। এ পদে নারী/পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ৩০ জন।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলা টাইপিং গতি প্রতি মিনিটে ২৫ শব্দের বেশি হতে হবে। কম্পিউটার ব্যবহার, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল ব্যবহারে ব্যবহারে দক্ষতা থাকা লাগবে। মাইক্রোসফট অফিসের অন্যান্য অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা লাগবে।
অভিজ্ঞতা: কম্পিউটার অপারেটর বা ডেটা এন্ট্রি বা ডেটা প্রক্রিয়াকরণ হিসেবে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, অ্যাডোব ফটোশপ ব্যবহারে দক্ষ হলে চাকরির পূর্ব অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুল-টাইম কিংবা পার্ট-টাইম হিসেবে চাকরি করা যাবে।
কর্মস্থল: উত্তরা, ঢাকা। অফিসে এসে কিংবা ঘরে বসেও কাজ করা যাবে।
বেতন: ১২,০০০-১৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, সাপ্তাহিক ২ দিন ছুটি, ওভার টাইম অ্যালাউন্স, অর্ধবার্ষিক বেতন পর্যালোচনা, ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি, ২০২২।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।