‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৯ টা হতে ময়মনসিংহ পুলিশ লাইনস্ মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর চতুর্থ ইভেন্ট: পুশ-আপ, পঞ্চম ইভেন্ট: সিট আপ, ষষ্ঠ ইভেন্ট: ড্র্যাগিং, সপ্তম ইভেন্ট: রোপ ক্লাইমিং পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে শেরপুর জেলার প্রার্থীদের ৩য় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয় এবং শেরপুর জেলার প্রার্থীদের নিয়োগ বোর্ডের আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার পুলিশ মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়।

এছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয় ৩য় দিনের কার্যক্রম শেষে ময়মনসিংহ ও শেরপুর জেলার প্রার্থীদের ব্রিফিং প্রদান এবং নিয়োগ কার্যক্রমের ৭ টি ইভেন্ট সঠিকভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।