লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিষ্ঠানটি বিমানসেনা পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।

পদের নাম: বিমানসেনা
জাতীয়তা: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
পদসংখ্যা: অনির্ধারিত
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়সসীমা: ১৬ হতে ২১ বসর (০৩ অক্টোবর ২০২১ তারিখে)
বেতন: প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন ও ভাতাদি প্রাপ্য।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস।

বুকের মাপ: পুরুষ কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারীদের জন্য কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
চোখ:  ৬/৬

চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিকভাবে ৩৬ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের সম্ভাব্য যোগদানের তারিখ ২০২২ সালের ২৭ মার্চ।

আবেদন করবেন যেভাবে

আগ্রহীদের সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে apply Now’- ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।

প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’-এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।

আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়ােজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।