![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/mahindra-20220706103839-20220716090937-20220822141041-20221027112300-20221116092520-20221123135515-20230117145430-20230214131306.jpg)
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ারিং সেক্টশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা : ১১০টি। আবেদন যোগ্যতা : ইলেক্ট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অটোক্যাড বিষয়ে জানাশোনা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩০ বছর। তবে কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদন শুরু ১৪-২-২০২৩ থেকে। আবেদন করা যাবে ২৮-২-২০২৩ পর্যন্ত।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩১০৮৩ টাকা প্রদান করা হবে।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/330977472-1054273655546637-3342005602696040634-n-20230214130829-724x1024.jpg)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।