বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নিয়োগ পরীক্ষার (মৌখিক) সূচি প্রকাশ কারা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বিসিএসআইআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআরের পরিষদ সচিবালয়ে এ পরীক্ষা নেয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রার্থীদের মূল প্রবেশপত্র (রঙিন), চাকরির আবেদনের কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপিসহ প্রতিটির এক সেট করে ফটোকপি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ দেওয়া হবে না।