বেসরকারি সংস্থা গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার।
পদের সংখ্যা: ১।
বেতন ও সুযোগ সুবিধা: ৫৫০০০-৬০,০০০ টাকা।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাইভেট সেক্টর বা প্রাইভেট সেক্টর এনগেজমেন্টে অন্তত চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা ও সমন্বয়ের দক্ষতা থাকতে হবে। বৈশ্বিক মানবাধিকার, লিঙ্গ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, পরিকল্পনা ও বাজেটে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার গুলশানে কাজের আগ্রহ থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে nizam@globalcompactbd.org এই ঠিকানায়।
আবেদনের শেষ সময় : ১২ নভেম্বর ২০২২।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।