অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্টিবিউশন অফিসার।
পদের সংখ্যা: ১টি।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন নির্ধারিত হবে আলোচনার মাধ্যমে। এছাড়াও মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, গ্র্যাচুয়েটি, ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
আবেদন যোগ্যতা
কমপক্ষে স্নাতক পাস/ স্নাতকোত্তর পাস করতে হবে। মাইক্রোসফট এক্সেলের কাজে পারদর্শী হতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিস্টিবিউশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয় জানাশোনা থাকতে হবে। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ আগস্ট, ২০২২
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।