সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের প্রধান কার্যালয়ে জনবল নিয়োগ দেবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. খোরশেদ আনোয়ার স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদের বিবরণ
পদের নাম: আইন উপদেষ্টা (সার্বক্ষণিক)
পদের সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগসহ অন্যান্য আদালতে মোকদ্দমা পরিচালনার কাজে আইনজীবী হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে অর্থ ঋণ আদালত, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চূড়ান্ত নির্বাচিত হওয়ার হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ দুই বছর।
বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর
বেতন ও সুযোগ সুবিধা: ৮০,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০- এই ঠিকানায়।
আবেদনের শেষ: ১৯ জানুয়ারি ২০২৩।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।