কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক ( সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স)।
পদের সংখ্যা: ২টি।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন কাঠামো ১৮ এর অধীন মূল বেতন ৫১০০০ টাকা। এছাড়াও মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, সুবিধা, যাতায়াত ভাতা, ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠি বীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঞ্ঝণ, অর্জিত ছুটি নগদায়নসহ বিধিমালা মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আবেদন যোগ্যতা
ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডাভা প্লাটফর্ম এ সফটওয়্যার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।

যেভাবে আবেদন করবেন
আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।