ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ঢাকা মহানগর মহিলা কলেজে ‘অধ্যক্ষ’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা একহাজার টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা মহানগর মহিলা কলেজ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক পর্যায়ে পাঠদানকারী কোনো কলেজের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক এই পদে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ডিগ্রি কলেজ পর্যায়ে কমপক্ষে ১৫ বছর পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই উপাধ্যক্ষ পদে ৩ বছর অথবা সহকারী অধ্যাপক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ পদে ৫৫ বছরের কম বয়সীরাই কেবল আবেদন করতে পারবে। তবে এমপিওভুক্ত প্রার্থীদের স্থায়ী নিয়োগের ক্ষেত্রে বয়সের শর্ত প্রযোজ্য হবে না।
আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা-১১০০।
আবেদন ফি: ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ১০০০ টাকা অফেরৎযোগ্য হিসেবে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২২
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।