আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এমএইচপিএসএসঅ্যান্ডপি প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার
প্রোগ্রাম: এমএইচপিএসএসঅ্যান্ডপি
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা
সাইকোলজি (কাউন্সেলিং, ক্লিনিক্যাল, এডুকেশনাল ও ডেভেলপমেন্টাল) বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল প্রোগ্রামে কোর্সওয়ার্ক থাকতে হবে। এমএইচপিএসএস/সাইকোলজিক্যাল সেক্টর/জিবিভি সেক্টরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট ও মনিটরিং অ্যান্ড ইভল্যুশনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএইচপিএসএস/ক্লিনিক্যাল সাইকোলজি/সিবিটি/কেয়ার প্র্যাকটিস/চাইল্ড প্রোটেকশন/জিবিভিতে দক্ষতা থাকতে হবে। ইভারজেন্সি সেটিংস/বাস্তুচ্যুত মানুষদের নিয়ে প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ক্যাপাসিটি বিল্ডিং, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট/এমঅ্যান্ডই/রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে।

কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
মাসিক বেতন ৯৩,৬৯৯ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২২।