মানবিক সহায়ক সংস্থা (এমএসএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি লোন সেকশনে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে ও অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: লোন অ্যান্ড সেভিংস অফিসার (এলএসও)।
পদের সংখ্যা: ৩০টি।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন প্রবেশনকালিন সময় ২১০০০-২৩৫০০ টাকা। স্থায়ী হওয়ার পর ২৭৫০০-২৯৩০০ টাকা প্রদান করা হবে।
আবেদন যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস। তবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্র উদ্যোগ বা মাইক্রো এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রমে মাঠ কর্মী হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কার্যক্রমে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস ও ইনসেন্টিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্টসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫ এই ঠিকানায়। ই-মেইলে সিভি পাঠানো যাবে : hr@mssbd.org এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ১৩ অক্টোবর, ২০২২
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।