![নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডব্লিউএইচও](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/10/dkk847.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডব্লিউএইচও
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীপ্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট, এএমআর অ্যাডভোকেসি ক্যাম্পেইন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৫৩ হাজার ৬৯৫ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন, ফার্মেসি, কমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স কনটেইনমেন্ট/গণযোগাযোগ বা অ্যাডভোকেসিতে প্রশিক্ষণ থাকতে হবে। সরকারি বা কোনো উন্নয়ন সংস্থায় এএমআর সংশ্লিষ্ট কাজ বা পাবলিক হেলথ অ্যাডভোকেসিতে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ১৯ অক্টোবর ২০২২।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।