জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে প্রকাশিত একাধিক পদে ৬২৮ জনকে নেবে প্রতিষ্ঠানটি। এতে যোগ্যতা অনুসারে যোগ দিতে পারবেন যে কেউ। ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০১৫-এর বেতন স্কেল অনুসারে ১১ থেকে ২০ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। অসামরিক খাতে স্থায়ী ও অস্থায়ীভাবে লোক নেওয়া হবে। এতে আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়ই। বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোর প্রতিটির আবেদন যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা ভিন্ন ভিন্ন।
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট https://www.army.mil.bd/Job-Circulation-Details/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14px-textalign-justify-backgroundcolor-f7f7f7job-circularspan-22 -এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা জানা যাবে। এ ছাড়া ওই ওয়েবসাইট থেকেই আগ্রহীরা করতে পারবেন আবেদন। আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
Bangladesh Army – Bangladesh Army
army.mil.bd
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।