সম্পর্ক খারাপ হতে পারে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদও সম্ভব। তারপর আপনি বিয়ে করতে পারেন। কিন্তু বিয়ের পরও এক্স-কে মনে পড়লে কী করবেন? জানালাম আমরা।
মনের স্থায়ী ঠিকানা খোঁজা খুবই কঠিন কাজ। এমন স্বাধীন পাখিকে বেঁধে রাখার জন্য অধ্যবসায় প্রয়োজন। সকলে এই কাজটা পারেন না। আর মনকে এক জায়গায় ধরে রাখা সম্ভব হয় না বলেই দেখা দেয় সমস্যা। তাই তো অনেক ক্ষেত্রে বিয়ের পরও মনে পড়ে প্রাক্তন প্রেমিকাকে।
আমাদের জীবনে ভালোবাসার এক বিশেষ জায়গা রয়েছে। এই সম্পর্ককে আমরা মাথায় তুলে রাখি। সব কিছু দিয়ে আগলে রাখার চেষ্টা করি। তবে এমন রিলেশনেও আসে নানা ঝড়। তখন মানুষ সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন। যদিও আপনি ব্রেকআপ করলেই মন থেকে স্মৃতি ধুয়ে যায় না।
সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার পর অনেকে বিয়ে করে নেন। এমনকী সংসারও করতে থাকেন। তবে পুরনো প্রেমিকা তাঁদের মনে থাকে। তাঁর সঙ্গে কাটানো সময় স্মৃতিতে ভাসতে থাকে। এই স্মৃতি রোমন্থন কিন্তু মোটেই ভালো কাজ নয়। ভাবুন তো স্ত্রী জানতে পারলে কী হবে!
তাই আমরা এসেছি আপনার মুশকিল আসান করতে। এই সময়ে দাঁড়িয়ে কয়েকটি উপায়েই পুরনো প্রেমিকাকে ভুলে যান।
১. স্ত্রীই আপনার সব
পুরনো দিনে যা ঘটেছে ঘটেছে। এখন আর সেই সময়ের দিকে ফিরে তাকিয়ে লাভ নেই। বরং বিয়ে করেছেন। একটি মানুষ আপনার জন্য সারাদিন ভেবে চলেছেন। সেই স্ত্রীর দিকে নজর দিন। তাঁকে ভালোবাসার চেষ্টা করুন। মনে রাখবেন তিনিই আপনার সব। তাঁকে ছাড়া আপনি চলতে পারবেন না। এমনকী তিনিও আপনার দিকেই তাকিয়ে রয়েছেন। তাই তো সবার প্রথমে এই বিষয়টি মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। দেখবেন সব ভুলে গিয়েছেন কিছু দিনেই।
২. বিশেষ সময় কাটাতে হবে
স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটান। এই কাজটি করতে পারলেই পিছনে ফেলে আসা সময় ভুলে যাওয়া সম্ভব। সেই সঙ্গে আপনারা ভালো থাকতে শুরু করেন। বাড়িতে সময় পেলেই ডিনার করুন একসঙ্গে। হাসিতে মেতে থাকুন। পারলে গল্প করুন। দুজনে ভালো থাকার অঙ্গীকার করুন। দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। আপনার আর সমস্যা হচ্ছে না।
৩. মনে জোর দেবেন না
অনেক সময় মানুষ ভুলতে গিয়ে আরও বেশি করে সেই বিষয়টিই মনে করতে থাকেন। যেই জিনিসটাকে আপনি ভুলতে চাইছেন, তা বারবার করে মাথায় ঘুরতে থাকে। তাই বিশেষজ্ঞরা বলে থাকেন, কোনও বিষয় ভুলতে চাইলে সেই সম্পর্কে ভাবা বন্ধ করুন। এমনকী ভোলার চেষ্টাও করতে হবে না। এক সময় পুরানো সব স্মৃতি ফিকে হয়ে গেছে।
৪. কাজে ব্যস্ত থাকুন
খালি মস্তিষ্কে শয়তানের বাস। সারাক্ষণ মাথায় কিছু না কিছু ঘুরতেই থাকে। তাই কাজ করতে হবে মশাই। কিছু না কিছু করতে থাকুন। কাজে থাকলে অন্য কিছু ভাবার সুযোগই পাবেন না। তাই সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করুন। আর বাড়ি এসে স্ত্রীকে সময় দিন। এমনকী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটান। আশা করছি পুরনো প্রেমিকা আর মনে পড়বে না। তাই এই নিয়ে বিশেষভাবে সচেতন হন।
৫. সময়ের দাবি
শেষে বলি, আপনি সময়ের দাবিকে অস্বীকার করতে পারবেন না। সময় আমার-আপনার সবার থেকে এগিয়ে থাকে। তাঁকে ফেলে যাওয়া সম্ভব নয়। তাই তো অতীত সবসময়ই অতীত। তা আর ফিরে পাওয়া যাবে না। বরং বর্তমান ও আগামীর পথ যাতে সুগম হয় সেই চেষ্টা করুন। মনে রাখবেন, একটি সম্পর্ক ইতিমধ্যেই খারাপ হয়েছে। পুরনো প্রেমিকা ছেড়ে গিয়েছেন। এখন আর স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। এতে সকলেরই সমস্যা বাড়তে থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।