শীতকাল ভ্রমণে যাওয়ার আদর্শ সময়। এই শীতে ঘুরতে গেলে কিছু বিষয় মাথায় নিয়ে চললে ভ্রমণ হবে আরও সহজতর। ভ্রমণের আগে পরিকল্পনা করুন সময় নিয়ে। আপনার গন্তব্য কোথায় হবে, কিভাবে যাবেন এসবের হোমওয়ার্ক আগেই সেরে ফেলুন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে। গাড়ি পাওয়া নিয়েও সমস্যায় পড়েন অনেকে।

সঠিক পরিকল্পনা এই ভোগান্তি থেকে আপনাকে রক্ষা করতে পারে। আবহাওয়ার কথা মাথায় রেখে গোছাতে হবে ব্যাগও। আপনি কোথায় যাবেন তার উপর নির্ভর করবে আপনার পোশাক। ওজনের ভয়ে প্রয়োজনীয় ব্যাগ নিতে ভুলবেন না।

সঙ্গে নিন অতিরিক্ত মোজা। সব জায়গায় গোসল করার সুযোগ নাও পেতে পারেন, তাই সুগন্ধি নিতে ভুলবেন না। অবশ্যই সঙ্গে রাখবেন প্রয়োজনীয় ওষুধ। এছাড়া শীতকালে শরীরে দেখা দেয় পানির ঘাটতি। তাই পানি পরিশুদ্ধ করার ওষুধ নিতেও ভুলবেন না।

ভ্রমণের আগে পরিচিত মানুষজনকে জানিয়ে যাবেন। যাতে প্রয়োজনে খোঁজ-খবর নিতে অসুবিধা না হয়। শীতকালে অনেক জায়গাই রাতে নিঝুম হয়ে যায়, সেই সুযোগে বাড়ে চুরির ঘটনা। বাড়ি ফাঁকা রেখে যেতে হলে জানিয়ে যেতে পারেন স্থানীয় থানায়।