করোনাকালে শিশুদের নতুনভাবে সমস্যা দেখা দিচ্ছে চোখে। অনেক শিশু চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হচ্ছে। গেলো দুই বছরে চোখের সমস্যায় ভোগা শিশুর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ শতাংশ, এমনটাই বলছে পরিসংখ্যান। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এক চক্ষু হাসপাতালের পরিসংখ্যানে বলা হয়েছে, গত দু’বছরে বিপুল পরিমাণে বেড়েছে শিশুদের চোখের সমস্যা।
অনেক বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা সন্তানদের বায়না মেটাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার অনেক বেড়েছে। সেই মোবাইলই চোখের সমস্যার বড় কারণ বলছেন চিকিৎসকরা। দীর্ঘ সময় মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে।
এই সমস্যায় যারা আক্রান্ত হন, তারা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধুলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে শিশুদের চোখের ক্ষতি হচ্ছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।