শীতে নবজাতকদের নিতে হয় বাড়তি যত্ন। এ সময় সচেতন না থাকলে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। এই শীতে নবজাতকদের যত্নের কিছু উপায়- শিশুকে স্যাঁতসেঁতে কোনো ঘরে না রেখে উষ্ণ তাপমাত্রায় রাখা। খুব বেশি শীত না হলে হালকা সুতি কাপড় পরিয়ে কাঁথা মুড়িয়ে রাখা যায়। অনেকেই হালকা শীতে শিশুদের গরম কাপড় পরিয়ে রাখেন।

এতে শিশুদের শরীর ও মাথা ঘেমে ঠাণ্ডা লেগে যেতে পারে। শিশুকে মায়ের কোলঘেঁষে শোয়ানো। নবজাতককে ঘন ঘন মায়ের বুকের দুধ খেতে দেয়া। বুকের দুধে রোগ প্রতিরোধক শক্তি থাকে বলে শিশু সহজে ঠাণ্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় না। জন্মের পর শিশুর নাভি না শুকানো পর্যন্ত গোসল করানোর দরকার নেই।

শিশুর গায়ে বেবি অয়েল দিয়ে আলতোভাবে মাসাজ করে দেয়া। দিনে জানালা খুলে রোদ ও নির্মল বাতাস ঘরে ঢুকতে দিন। শিশুর কাপড় ঘরে না শুকিয়ে রোদে শুকাবেন। এছাড়া শিশুর বিছানা-বালিশ প্রতিদিন রোদে গরম করে নিলে শিশু আরামবোধ করবে। শীতে শুষ্ক আবহাওয়ায় ধুলোবালি বেশি থাকে। খেয়াল রাখতে হবে শিশুর গায়ে যেন ধুলোবালি না লাগে এবং কাপড়-চোপড়ও পরিষ্কার রাখতে হবে।