নানা রকম মাছ দিয়েই ভর্তা তৈরি করা করা যেতে পারে। তবে টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছে একটি জনপ্রিয় খাবার। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার। খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় বলে এটি রয়েছে অনেকেরই পছন্দের খাবারের তালিকায়। চলুন জেনে নেই এর রেসিপি-
তৈরি করতে যা লাগবে
টাকি মাছ- ১ কাপ
পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ
জিরা বাটা- ১ চা চামচ
রসুন মিহি কুচি- ২ টেবিল চামচ
ধনিয়া বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
হলুদ বাটা- ১/২ চা চামচ
মরিচ বাটা- ১ /২ চা চামচ।
তৈরি করবেন যেভাবে
মাছ কুটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কাটা বেছে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে দিন বাটা মসলা, সামান্য পানি ও রসুন দিয়ে কষান। কষানো হলে পেয়াজপাতা দিয়ে নাড়ুন। এবার মাছ দিয়ে ভাজুন। দিয়ে দিন লবণ। মাছ হালুয়ার মতো হয়ে এলে নামিয়ে নিন, যেন ঝুরি ও শুকনা না হয়। এবার পরিবেশনের পালা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।