বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সময় টিভি ও মোবাইল স্ক্রিনে দৃষ্টি থাকলে শিশুর চোখে এবং কানে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের শিশু বিশেষজ্ঞদের বৃহত্তম পেশাদার সমিতি আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অনুসারে, দুই বছরের কম বয়সী শিশুদের টিভি বা ফোনের স্ক্রিনে অভ্যস্ত হওয়া মোটেও ঠিক নয়।

তাই চেষ্টা করুন যতটা সম্ভব শিশুকে মোবাইল-টিভি থেকে দূরে রাখতে। শুরুটা হতে পারে টিভি-মোবাইল ছাড়া খাওয়ার অভ্যাস করতে। এরজন্য শিশুকে অবশ্য অন্যদিকে মনোযোগী করে তুলতে হবে। যেমন শিশুকে আর্ট, গিটার, কিংবা সৃজনশীল অন্য কোনো কাজে আগ্রহী করে তোলা। ডাইনিং রুমে টিভি না রাখা। খাওয়ার টেবিলে মোবাইল না রাখা।

খাওয়ার সময় শিশুদের সময় বেঁধে দিতে পারেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রতিযোগিতা করে আগে খেলেই তার হাতে তুলে দিন ছোট্ট কোনো উপহার।শিশুদের মনে কৌতূহল তৈরি করতে খাওয়ার সময় রহস্যময় গল্প বলতে পারেন। যা শিশুকে টিভি-মোবাইলের দিকে আগ্রহী না করে সেই গল্প শোনাতেই মনোযোগী করবে।

তবে খেয়াল রাখবেন, নিজে খাওয়ার সময় যদি টিভি বা মোবাইলের দিকে তাকিয়ে থাকেন তবে শিশুকে কোনোভাবেই এ অভ্যাস থেকে আপনি বের করতে পারবেন না। তাই শিশুর অভ্যাসে পরিবর্তন আনার আগে নিজেকে সেরকম গড়ে তুলুন। তবেই এ টিপসগুলো কাজে লাগাতে পারবেন।