৮০ শতাংশ নারী-পুরুষ ডেটিং সাইটে প্রোফাইল তৈরি করার সময় নিজেদের সম্পর্কে ভুল তথ্য দেন বলে সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

পুরুষরা বেশির ভাগ উচ্চতা সম্পর্কে এবং নারীরা তাদের ওজন নিয়ে ভুল তথ্য দেন। উভয়পক্ষই নিজেদের সঠিক বয়সও গোপন করেন। প্রকৃত বয়সের তুলনায় কয়েক বছর কমিয়ে লেখার প্রবণতা বেশি বলে উঠে এসেছে এক সমীক্ষায়। ডেটিং সাইটে প্রোফাইল তৈরি করার সময় নিজের একটি ছবি দিতে হয়। সমীক্ষা বলছে, তার মধ্যে অধিকাংশ ছবিতেই বিভিন্ন পদ্ধতিতে নানা কাটছাঁট করা হয়ে থাকে। নিজের আসল ছবি দিয়ে প্রোফাইল অনেক কম সংখ্যক মানুষই তৈরি করেন।

২০১৫ সালের একটি গবেষণা বলছে, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে আকর্ষণীয়তার সংজ্ঞা ভিন্ন। পুরুষদের কাছে নারীদের বাহ্যিক রূপ বেশি প্রাধান্য পায়। নারীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। নারীরা বাহ্যিক রূপের চেয়েও মেধাসম্পন্ন পুরুষ বেশি পছন্দ করেন। বুদ্ধিমত্তা, উদারতা, হাস্যরস সম্পন্ন পুরুষ নারীদের প্রথম পছন্দ বলেই জানাচ্ছে গবেষণা।