পৃথিবীতে নয়জনের শরীরে ছিল বিরল ইএমএম নেগেটিভ গ্রুপের রক্ত। এবার দশম ব্যক্তি হিসেবে গুজরাটের এক হাসপাতালে ৬৫ বছরের এক ব্যক্তির শরীরে ইএমএম নেগেটিভ রক্তের সন্ধান রয়েছে।
সাধারণত রক্তের কোষে ৩৭৫ ধরনের অ্যান্টিজেন থাকে। যাদের মধ্যে ইএমএম উচ্চ মাত্রায় থাকে। এই অ্যান্টিজেনগুলোর কম্বিনেশনই নির্ধারণ করে কোনো রক্তের গ্রুপ ঠিক কী হবে।
এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্ত সাধারণত চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো: ‘এ’, ‘বি’, ‘এবি’ আর ‘ও’। প্রতিটি রক্তের গ্রুপ আবার দুভাগে বিভক্ত, ‘পজেটিভ’ ও ‘নেগেটিভ’।
তবে পৃথিবীতে এমন নয়জন মানুষ আছেন, যাদের রক্তে ইএমএম উচ্চ ফ্রিকোয়েন্সি অ্যান্টিজেন নেই, যা তাদের স্বাভাবিক মানুষের চেয়ে আলাদা করে তোলে।
বিরল ব্লাড গ্রুপ যুক্ত মানুষের তালিকায় এবার নাম লেখালেন গুজরাটের রাজকোটের এই বৃদ্ধ।
চিকিৎসকরা জানান, এই বৃদ্ধ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার জন্য তার রক্তের প্রয়োজন হয়। তখন তার রক্তের সঙ্গে কোনো ব্লাড গ্রুপেরই মিল পাওয়া যায়নি।
তখন ওই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হয় আমেরিকায়। তখনই জানা যায়, ওই ব্যক্তির শরীরে বিরল ব্লাড গ্রুপের রক্ত রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।