ওজন বেড়ে গেলে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়। অনেকে দাম্পত্যজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বাস্থ্যবানদের মধ্যে অনেকে মনে করেন, স্বাস্থ্য বাড়ার কারণে অনেকেই শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

অনেকে আবার এই সমস্যা নিয়ে বিস্তারিত জানার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। এই প্রসঙ্গে পুষ্টিবিদরা জানিয়েছেন, ছেলেদের ওজন বেশি থাকলে টেস্টোস্টেরন নামে হরমোনের মাত্রা হ্রাস পায়। এতে ‘ইরেক্টাইল ডিজফাংশন’ হয়ে শারীরিক সম্পর্কজনিত নানা সমস্যা সৃষ্টি হয়।

আবার ওজন বেশি হওয়ার কারণে যদি কোনো ছেলের পেটে মেদ বা ভূঁড়ি হয় (৪০ ইঞ্চির বেশি) সে ক্ষেত্রে শরীরের মাংসেপেশি রিল্যাক্সকারী ‘নাইট্রিক অক্সাইড’ তৈরিতে বাধাগ্রস্ত করে।

এ কারণেও স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে। এই সমস্যা সমাধানে অতিরিক্ত ওজন কমানোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেই সাথে নিয়ম করে খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়।