শরীরের জন্য খুবই উপকারী। কলায় নানা ধরনের ভিটামিন আর মিনারেল রয়েছে। ভিতর থেকে শক্তি জোগাতে কলার উপকার অনেক। গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতেও কলার ভূমিকা অপরিসীম।
তবে ব্যস্ততার কারণে সব সময় বাজারে যাওয়া হয় না। অনেকেই তাই একসঙ্গে দু-তিন দিনের কলা কিনে আনেন। এই গরমে ফল, শাকসবজি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
বিশেষ করে কলা খুব দ্রুত পচে যায়। তবে কলা সংরক্ষণের ক্ষেত্রে কয়েকটি উপায় মেনে চললে গরমেও সতেজ থাকবে কলা। আসুন জেনে নিই-
যেভাবে পচন রোধ করবেন
কলার কাণ্ডে ইথিলিন গ্যাস থাকে। এর জন্য কলা খুব তাড়াতাড়ি পেকে যায়। তাই কলার কাণ্ড অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুড়ে রাখুন।
কলা ফ্রিজে রাখলে হালকা স্বাদের পরিবর্তন হলেও অনেক দিন পর্যন্ত ভাল রাখে।
তবে ফ্রিজে রাখলেও একসঙ্গে অনেক কলা রাখবেন না। তাতে কলার খোসায় খুব দ্রুত পচন ধরে। কলার খোসা ছাড়িয়ে হাওয়া ঢোকে না এমন কৌটোতে রাখতে পারেন।
কলা ভাল থাকবে।
পাকা খেতে পছন্দ করেন বলেই একসঙ্গে সব পাকা কলা কিনবেন না। কিছু আধ কাঁচা কলাও কিনে রাখুন। পাকা কলাগুলো শেষ হতে হতে সেগুলোও পেকে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।