গয়না যে কোনো নারীর পছন্দের একটি উপকরণ। একেক জন একেক রকম গয়না পছন্দ করেন। কেউ পছন্দ করেন সোনার গয়না, কারো পছন্দ আবার বিভিন্ন ধরনের পাথর বসানো গয়না, অনেকে রুপার গয়নাও পছন্দ করেন।

গয়নার পাশাপাশি অনেকের বাড়িতে রুপার বাসনপত্র এবং অন্যান্য জিনিসও ব্যবহার করা হয়। যদিও রুপার জিনিস খুব অল্প সময়ের মধ্যেই কালো হয়ে যায়। যে কারণে দেখতেও খুব বাজে লাগে। পছন্দের গয়না মলিন হয়ে গেলে মন খারাপ করার কিছু নেই। কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই রুপার গয়নার উজ্জ্বল ভাব ফিরিয়ে আনা যায়।

গরম পানিতে লবণ এবং পাতিলেবুর রস মিশিয়ে নিন। এতে আপনার রুপার গয়না বা জিনিস ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট। তারপর পানি থেকে তুলে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

পেপার টাওয়েলে অল্প পরিমাণ কেচাপ নিয়ে কালো হয়ে যাওয়া গয়নাতে ঘষুন। এছাড়া, অল্প পরিমাণ সস আঙুলে নিয়ে ঘষে নিন গয়নার উপর। ১৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন।

হালকা গরম পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এতে দুই থেকে তিন ঘণ্টা রুপার জিনিস ভিজিয়ে রাখুন। এর পরে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন।

হালকা গরম পানিতে কিছুটা জামাকাপড় কাচার সাবান মিশিয়ে নিন। এতে ১০ মিনিট রুপার গয়না ভিজিয়ে রাখুন, তারপর ধুয়ে মুছে ফেলুন।
চুলের কন্ডিশনার দিয়েও পরিষ্কার করা যায় রুপার গয়না। কিছুটা হেয়ার কন্ডিশনার নিয়ে ১০ মিনিট ধরে ঘষে নিন গয়নাতে। তার পর পানি দিয়ে ধুয়ে মুছে ফেলুন। চকচক করবে গয়না!

একটি বা দু’টি আলু সিদ্ধ করে নিন। আলু সরিয়ে ফেলে সিদ্ধ করা পানি ঠান্ডা করুন। তার মধ্যে কালচে ছোপ ধরা রুপার বাসন বা গয়না ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর পানি থেকে তুলে সাবান পানিতে ধুয়ে নিন সেগুলো। এর পর সাধারণ পানিতে ভালো করে পরিষ্কার করুন।