সুস্থ ও সবল শরীরের জন্য শরীরচর্চা প্রয়োজন। এই কথা সকলেই বলে থাকেন, জানেনও। কিন্তু মানসিক ভাবে সুস্থ-সবল থাকতেও প্রয়োজন শরীরচর্চার অভ্যাস। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
মানসিক স্বাস্থ্যের জন্যেও তো বটেই। এমনকি অবসাদ ঠেকাতেও কার্যকরী নিয়মিত শরীরচর্চার অভ্যাস, বলছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি হাভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ-এর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিদিন ১৫ মিনিটের দৌড় অথবা ঘণ্টাখানেকের হাঁটার অভ্যাস অবসাদের ঝুঁতি অন্তত ২৬ শতাংশ কমিয়ে দেয়। নিয়মিত শরীরচর্চার অভ্যাস রাখলে অবসাদের সমস্যা ফিরে আসাও রোখা যায়।
অবসাদ এমন একটি মানসিক অবস্থা যার একাধিক উপসর্গ হতে পারে। মন খারাপ, কাজে অনীহা, কোনো কাজেই মন বসাতে না পারা, ঘুমের স্থায়ী সমস্যা, খিদে কমে যাওয়া এরকমই একাধিক উপসর্গ হতে পারে অবসাদের।
এক একজনের ক্ষেত্রে এক একরকম উপসর্গ হতে পারে। এমন পরিস্থিতিতে স্কুল-কলেজে, চাকরিজীবনে এমনকী ব্য়ক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়তে পারে।
এই পরিস্থিতিতে একটুও দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলা উচিত। পাশাপাশি, বিশেষজ্ঞদেরই একাংশ বলে থাকেন, অনেকের ক্ষেত্রেই শরীরচর্চা বা কোনো শারীরিক কাজ অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করে। কোনো ব্যক্তির মনমেজাজ ভালো করতে সাহায্য করে শরীরচর্চা।
কারণ কোনো রকম শারীরিক কসরৎ করলে শরীর থেকে এন্ড্রোফিনস ক্ষরণ হয় যা স্ট্রেস-উদ্বেগ কমাতে সাহায্য করে। আত্মবিশ্বাস ফিরে পেতেও সাহায্য করে।
ঘুমনোর সমস্যা কাটিয়ে উঠতে, খিদে কমে যাওয়ার ক্ষেত্রেও শরীরচর্চা সাহায্য করে। এতগুলো উপসর্গের জন্য কাজ করায় সামগ্রিক ভাবে অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে শরীরচর্চার অভ্যাস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।