‘জনমানুষের নৈতিকতাকে সম্মান করতে’ আসামের সবচেয়ে বড় শহর গুয়াহাটিতে বিপরীত লিঙ্গের কাউকে দিয়ে ম্যাসাজ, স্পা, স্টিম-বাথজাতীয় পার্লার-সেবায় নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন। শনিবার গুয়াহাটি পৌরসভার কমিশনার দেবাশিস শর্মার স্বাক্ষরিত এক আদেশে এলো এই সিদ্ধান্ত।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, পার্লারে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের দিয়ে সেবা প্রদানকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ পাচ্ছিলেন তারা। যার সমাধান হিসেবে গৃহীত হয়েছে এই পদক্ষেপ। এমনকি নাগরিক সমাজের পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রেখে পার্লার চালানোর ক্ষেত্রে বেঁধে দেয়া হয়েছে বেশ কিছু বিধি-নিষেধ।

যার মধ্যে রয়েছে: স্পা-পার্লার-স্যালুনের ভেতর ম্যাসাজের জন্য আলাদা কোনো কক্ষ রাখা যাবে না। মূল দরজা স্বচ্ছ হতে হবে। বিপরীত লিঙ্গের কেউ কারও শরীর ম্যাসাজ করতে পারবে না। স্টিম বাথের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ গ্রাহককে সেবা দিতে পারবেন না। স্পা বা পার্লারে যারা যাবেন, তাদের নাম ও ফোন নম্বর সঠিকভাবে নথিভুক্ত করতে হবে। পার্লারে সমলিঙ্গের প্রশিক্ষিত থেরাপিস্ট নিয়োগ করতে হবে।