![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/safest-condoms.webp)
সংক্রমণের ঝুঁকি এড়াতে কন্ডোম ব্যবহার করা সবসময় জরুরি৷ সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়।
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/Screenshot-2022-07-25-155123-14.webp)
অনেকেই মনে করেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না৷ কিন্তু কন্ডোম ছাড়া সুরক্ষিত মিলন তো সম্ভব নয়। আর সবধরনের মানুষের চাহিদার কথা ভেবে বাজারে এখন হরেক রকম কন্ডোমের সমাহার৷
অনেকেই মনে করেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না৷ কিন্তু কন্ডোম ছাড়া সুরক্ষিত মিলন তো সম্ভব নয়। আর সবধরনের মানুষের চাহিদার কথা ভেবে বাজারে এখন হরেক রকম কন্ডোমের সমাহার।
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার। কন্ডোম ব্যবহার করে নারী-পুরুষ উভয়েই মিলনের সময় চরম সুখ পেতে পারেন।
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার। কন্ডোম ব্যবহার করে নারী-পুরুষ উভয়েই মিলনের সময় চরম সুখ পেতে পারেন।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/condom-regles-a-suivre-big.webp)
তবে আপনার সঙ্গিনীর সুখের বিষয়টিও মাথায় রাখতে হবে৷ কী ধরনের কন্ডোম তিনি পছন্দ করেন সেটা জানাও জরুরি৷ তবে আপনার সঙ্গিনীর সুখের বিষয়টিও মাথায় রাখতে হবে৷ কী ধরনের কন্ডোম তিনি পছন্দ করেন সেটা জানাও জরুরি৷
ডটেড কন্ডোমের গা জুড়ে ছোট ডটের উপস্থিতি মিলনের সুখ যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই প্রকার কন্ডোম ব্যবহার করে অনেকেই পরম তৃপ্তি উপভোগ করেন৷
ডটেড কন্ডোমের গা জুড়ে ছোট ডটের উপস্থিতি মিলনের সুখ যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই প্রকার কন্ডোম ব্যবহার করে অনেকেই পরম তৃপ্তি উপভোগ করেন৷
রিব্ড কন্ডোমের গা জুড়ে দাগ থাকে যা মিলনের সুখ বাড়িয়ে দেয়৷ রিব্ড কন্ডোমের গা জুড়ে দাগ থাকে যা মিলনের সুখ বাড়িয়ে দেয়৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।