প্রেমিক-প্রেমিকা বা বিবাহিত দম্পতি- সবার ক্ষেত্রেই পারস্পরিক সম্পর্ক থাকা প্রযোজ্য। ভালবাসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একে অপরের প্রতি ভরসা করা, বিশ্বাস রাখা। তাই ভালোবাসার সপ্তাহে সঙ্গীকে এমন প্রতিশ্রুতি দিন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে।
প্রেমের সম্পর্কে ওই ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাসই বদলে দেয় ভালবাসার সমীকরণ। তবে মনে রাখবেন, সঙ্গীকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা আপনি পালন করতে পারবেন না।
সম্পর্ক টিকিয়ে রাখতে যেসব প্রতিশ্রুতি জরুরি
✪ সুখে-দুঃখে সারাজীবন তোমার পাশে থাকব। বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। আর, তোমায় অনেক ভালোবাসব।
✪ সবসময় তোমার প্রতি সৎ থাকবো। আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যা, ছলচাতুরি থাকবে না।
✪ কোনও দিন একে অপরের কাছ থেকে কিছু লুকিয়ে রাখব না।
✪ পরিস্থিতি যাই হোক না কেন, সবসময় আমাকে তোমার পাশে পাবে। তোমায় সুখী রাখবো।
✪ তোমার পছন্দ-অপছন্দকে সম্মান করবো।
✪ যতই ব্যস্ত থাকি না কেন, তার মধ্যে থেকেও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করবো।
✪ তোমার ছোটো ছোটো ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার। কখনও তোমায় ছেড়ে যাব না।
✪ আমাদের মধ্যে যখন ঝগড়া-ঝামেলা হবে তখন তোমার দিকটাও বোঝার চেষ্টা করব। তোমার কথা শুনব।
✪ একে অপরের পরিবারকে সম্মান করবো। বিপদে-আপদে তাদের পাশে দাঁড়বো।
✪ কখনও তোমায় ভুল বুঝবো না। তোমার উপর রাগ করে তোমায় ছেড়ে যাবো না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।