পারিপার্শ্বিক নানা কারণে আমাদের ত্বক ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে গরম বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে বাড়ে ব্রণের প্রকোপ। তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়। তবে ব্রণ থেকে রক্ষা পেতে প্রসাধনী ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।

তাই ব্রণ দূর করতে ভরসা রাখুন ঘরে থাকা সাধারণ উপাদানের উপর। এক্ষেত্রে লেবু খুবই উপকারী। এর ব্যবহারে খুব সহজেই আপনি ব্রণ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাও ত্বকের কোনো প্রকার ক্ষতি ছাড়াই। চলুন জেনে নেয়া যাক যে পদ্ধতিতে লেবু ব্যবহার করলে ব্রণ থেকে মুক্তি মিলবে-

ব্রণ দূর করতে, একটি লেবুর অর্ধেক পরিমাণ রস, একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামচ ওটস ভালোভাবে মিশিয়ে নিন। এবার মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহারে ব্রণ কমবে।