বাংলাদেশ এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে চিড়া-গুড়ের আগে ইন্টারনেট দিতে হয়, বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর বনানীতে ইন্টারনেটে সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি আয়োজিত আইপিভি ৬ রাউটিং ডেপ্লয়মেন্ট কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এমনটাই বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে এখন ৩৮৪০ জিবিপিএএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। ২০৪১ সাল নাগাদ দেশে ইন্টারনেটের ব্যবহার ৪ হাজার জিবিপিএস ছাড়িয়ে যাবে। চাহিদা পূরণ করতে আমরা সিমিউই ৬-এ যুক্ত হয়েছি।

আমাদের আইপিভি ৬ এ যেতে হবে। এক্ষেত্রে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। দরকার হলে আইপিভি ৬ চালানো সম্ভব নয় এমন রাউটার আমদানি বন্ধ করে দেয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ইন্টারনেটের ব্যবহারের কথা এখন আর কাউকে গিয়ে বলতে হয় না, বন্যার সময় আমার এলাকার এক প্রবীণ নারী যাকে আমি চাচী ডাকি তার খোঁজ-খবর নিতে ফোন করলে তিনি আমার কাছে চিড়া-গুড়ের সঙ্গে ইন্টারনেট চেয়েছেন, বিদেশে থাকা সন্তানকে ঘরের পানির পরিস্থিতি দেখানোর জন্য।

বাংলাদেশ এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে চিড়া-গুড়ের আগে ইন্টারনেট দিতে হয়।’