তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইসলামের মূল মর্মবাণী হচ্ছে মানুষের প্রতি দয়া এবং মানবসেবা। ইসলামের মূল মর্মবাণী যদি বুকে ধারণ করে অনুশীলন করি তাহলে সমাজ ও রাষ্ট্রে হানাহানি কমে যাবে।’ চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবারে ওরছে নঈমী উপলক্ষে গেল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ আরও বলেন, ‘আমরা সবাই জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করার জন্য, কেউ তো আর অনন্তকাল বেঁচে থাকবে না। আমরা সবাই ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। যদি এই কথাটা মাথায় রাখি তাহলে প্রত্যেকেই ঈমানদার হতে পারব।