ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন মফস্বলে কড়া পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বিএনপি যে জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ ডিসেম্বর তারা ফেল করেছে। কিন্তু, তারা মাথা নত করবে না, মরিয়া হয়ে নেমেছে।
কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। জাতীয় সম্মেলনে অনেক নেতাকর্মী ঢাকায় আসবেন। কিন্তু, পুরো এলাকা খালি করে আসা যাবে না।
মফস্বল খালি পেয়ে বিএনপি ভাঙচুর-অগ্নিসংযোগ করতে পারে। ১০ ডিসেম্বরের মতো মফস্বলেও সতর্ক পাহারায় থাকতে হবে। দেশের সব জেলা, উপজেলায়, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারায় রাখতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।