মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
আজ শনিবার (২৭ মে) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটউশন মিলনায়তনে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের ১১তম দ্বিবার্ষিক সম্মেলন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের জন্য আমাদের দেশে সর্বোচ্চ আইন সংবিধান। নির্বাচন কীভাবে হবে তা সংবিধানেই লেখা আছে। আমরা অনেকেই ভুল করে বলি আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে।
বিষয়টি ঠিক নয়। ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার কমিশনকে শুধু সহযোগিতা করবে। এভাবেই সাংবিধানিক উপায়ে নির্বাচন হবে। এ ছাড়া অন্য কোনো উপায়ে নির্বাচনের সুযোগ নেই।
মন্ত্রী বলেন, বাংলাদেশে আর অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। বাংলাদেশে সংবিধানের পরিপন্থী কোনো প্রক্রিয়ায় নির্বাচনের সুযোগ নাই। কেননা সংবিধান অনুযায়ী তা রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শামিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।