স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে একথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী বলেন, বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনার নির্ধারিত স্থানে করতে হবে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। বিকল্প মাঠ চেয়েছিল। আমরা সেটাও করেছি। মিরপুর কালসী মাঠে সমাবেশ করতে পারে।
বুধবার বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ৪৭ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন রাজারবাগ হাসপাতালে ভর্তি, একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় কোনও কিছুই করতে দেওয়া হবে না। দেশবাসীও চায় না, আমরাও চাই না। এছাড়া এখানে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক এটাও আমরা চাই না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।