ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে সার্সন রোডের বাসভবনে রবিবার (১১ ডিসেম্বর) এক মতবিনিময় সভায় মিলিত হয় চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী।
পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আবুল বশর ভূইয়া, সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর, নিবেন্দু বিকাশ চৌধুরী, এডভোকেট আবু নাছের চোধুরী, মহিউদ্দিন চৌধুরী, অচিন্ত কুমার দাশ, মো আলী, আসিফ ইকবাল, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, নাছির উদ্দিন প্রমুখ।
সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমান সরকার বিশ্বের নানামুখী চ্যালেন্জ মোকাবেলা করে সক্ষমতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।