আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না। তারা আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। সেই কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে এখন পদযাত্রায় তারা। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না। শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য, দেশের জন্য।

মঙ্গলবার সকালে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার বাবা-মায়ের নামে মোশারফ-ফজিলাতের নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান এবং ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। নির্বাচন মানেই রাজনীতি নয়। রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ নয়। ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে হবে। নতুন করে আর নির্বাচনি ওয়াদা করতে চাই না। পূর্বের কাজগুলো শেষ করতে চাই। নতুন কাজ হাতে নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের দুর্নাম হয় এমন কর্মকাণ্ড থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। অপকর্ম ও ভুল করলে নির্বাচনের সময় অপকর্মকারীরা টের পাবেন। সময় মতো শুভবুদ্ধির উদয় হয়েছে। বিবেধ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্য বজায় থাকলে আওয়ামী লীগকে কেউই রাজনীতি ও নির্বাচনে পরাজিত করতে পারবে না।’ এ সময় তিনি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষকে লাল গোলাপ শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নে চমকের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী একজন দক্ষ, সৎ, গুণি জ্ঞানী মানুষ মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।’

দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাধর দেশগুলো বিশ্বব্যাপী অস্থিরতা এবং দ্রব্য মূল্যবৃদ্ধির জন্য দায়ী। তারা মোড়লগিরি করার জন্য এসব করছে। আওয়ামী লীগ ও সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানের দুই মাসের আমদানি করার রিজার্ভ নেই। দুর্যোগের সময় বাংলাদেশ সরকার সুদান ও শ্রীলংকাকে ঋণ দিয়েছে। বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, কারণ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার।’