সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তিনি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এটি বিএনপি মেনে নিতে পারছে না। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। বিগত সময়ে তারা পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করেছে।
আরোও পড়ুন:
অপপ্রচারকারীদের কথায় কান না: প্রধানমন্ত্রী
সিলেটে হিজড়ার ছদ্মবেশে থাকা যুবকের মরদেহ উদ্ধার
রবিবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজের পাঁচতলা বিশিষ্ট শেখ কামাল ছাত্রাবাস ও শেখ ফজিলাতুননেছা ছাত্রী নিবাসের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। বিএনপি নির্বাচনে না আসলে সংবিধান অনুযায়ই যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনে জনগণ তাদের নেতৃত্ব বেছে নেবেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষ অনুধাবন করতে পারছে বিএনপি গণতন্ত্রকে বিকশিত হতে দিতে চায় না। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। তাই দেশের ১৭ কোটি মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।