শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সারাদেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি বিশদ পরিকল্পনা তৈরি করেছেন। এ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে দেশের চিনিকলগুলো লাভের মুখ দেখবে। বাড়বে চিনি উৎপাদন। চাষিদের সুবিধা বাড়বে।
শুক্রবার রাতে রাজশাহী চিনিকলে কর্মকর্তা ও চাষিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য দেন। রাজশাহী সুগার মিলস কর্তৃপক্ষ এ মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের চেয়ারম্যান আরিফুর রহমান। পরে শনিবার দুপুরে শিল্পমন্ত্রী রাজশাহী সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কাজ এর উদ্বোধন করেন।
শিল্পমন্ত্রী বলেন, চলতি মৌসুমে রাজশাহী সুগার মিলসের আওতায় ৪ হাজার ৩৬ হাজার হেক্টর জমিতে উন্নত মানের আখ চাষ হয়েছে। এ পরিমাণ জমি থেকে ৩ হাজার ২৫০ মণ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী মৌসুমে রাজশাহী সুগার মিল আওতায় ৬ হাজার ৫৫০ একর জমিতে আখ চাষের আগাম লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ চাষ সফল হলে আখ সঙ্কটে চিনিকলগুলো আর বন্ধ হবে না।
শিল্পমন্ত্রী আরও বলেন, চিনিকলগুলো আধুনিকায়নে ৫ বছর লাগবে। একটা নির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে কলগুলো আধুনিকায়ন হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য দেশের চিনিকলগুলো যেন আর ক্ষতির মুখ না দেখে এবং আগামী ৫ বছরে এই কলগুলো লাভের মুখ দেখবে। সরকার আখ চাষ বাড়াতে চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।