আওয়ামী লীগের পরবর্তী কেন্দ্রীয় সম্মেলন অর্থাৎ ২২তম জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বরে করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে গতকাল শনিবার (৭ মে) রাতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। কাদের বলেন, আশা করি আগামী ডিসেম্বরেই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আর তার আগেই শেষ করতে হবে মেয়াদউত্তীর্ণ সব কমিটির সম্মেলন। একই নির্দেশনা সহযোগী সংগঠনগুলোর ক্ষেত্রেও।

এসময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকে নিয়মিত দলের কার্যনির্বাহী সভা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এর আগে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হন।