টিপ পরায় ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দারকে লাঞ্ছিত করার ঘটনায় সমালোচনার ঝড় বইছে। প্রতিবাদে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল।
এমনকি সংসদে পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। নারী স্বাধীনতায় হস্তক্ষেপ ও সাম্প্রদায়িকতা বলে মন্তব্য করছেন বিশিষ্টজন।
এরই ধারাবাহিকতায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিপ পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করে এর নীরব প্রতিবাদ জানিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে মন্ত্রী লিখেছেন, ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী’। পোস্টটিতে ইতোমধ্যে লাইক পড়েছে ৪৪ হাজারের বেশি। মন্তব্য করেছেন অন্তত ১০০ জন। ‘এভাবেই হোক প্রতিবাদ’, ‘আপনি আমাদের গর্ব’, ‘এটাই আমাদের প্রতিবাদ’, ‘সাহসী নারী’- এমন মন্তব্যে ভরে গেছে তার কমেন্টবক্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।