বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, “দেশের মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যানে এসব কাজ করে যাচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।”
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শনিবার (৯ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ গ্রাম এলাকায় কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সুখি-সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন নিয়ে দেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের সে স্বপ্ন ব্যর্থ হবে।
কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিন্নাহ জাহান জিছান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।