রাজশাহীর বাঘায় ২০ জন হতদরিদ্রকে অটোভ্যান প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। রোববার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আড়ানী চকসিংগা গ্রামে নিজ বাসভবনে দরিদ্র ও অসহায়দের মাঝে এই অটোভ্যান বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে অটোভ্যান গ্রহণকারীরা বলেন, আমরা অত্যন্ত দরিদ্র মানুষ। কেউ মাঠে কৃষিকাজ বা দিনমজুর, আবার কেউ ফুটপাতে বাদাম বিক্রি করে খুব কষ্টে সংসার পরিচালনা করি। আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে অটোভ্যানের জন্য আবেদন করেছিলাম। সেই আবেদন মঞ্জুর করে অটোভ্যান দিলেন তিনি। আমরা দোয়া করি তিনি যেন এভাবে আমাদের মতো দরিদ্র মানুষকে আরও সহায়তা করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা থানার ওসি খায়রুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম, আড়ানী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি, আড়ানী ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।