নানা আয়জনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজে নবীন বরণ অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রিড়া সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে নবীনদের ফুল দিয়ে বরণ করে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলের সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঠাকুরগাঁও এক আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি, এছাড়াও আর বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।

প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন পড়াশোনার কোন বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রতিনিয়ত সাধারণ মানুষের কথা ভেবে প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। দেশের মানুষ যেন ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারে। তাই আজ দেশের এত উন্নয়ন হয়েছে।
আজকের এই ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা সকলেই চাই ভালোভাবে পড়াশোনা করে তোমরা একটি ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে। সেটাই আমাদের ঠাকুরগাঁওয়ের গর্ব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও অব্যাহত রাখতে হবে।

বক্তব্য শেষ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা।