নিরব কুমার দাস, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
“সারা দেশের ন্যায়” নওগাঁর পত্নীতলা থানায় মুজিববর্ষ উপলক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নির্মিত বাড়ি হস্তান্তর ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার ( ১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ এর সভাপতিত্বে থানা চত্বরে নির্মিত সার্ভিস ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন সহ থানার অফিসার ও ফোর্সগণ, স্থানীয় সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
এ সময় উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকার বিপুল শেখের স্ত্রী গৃহহীন মোছাঃ শিল্পী বেগম কে একটি বাড়ীর কাগজ হস্তান্তর করা হয় । বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘর পেয়ে শিল্পী বেগম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।