দিনাজপুরের খানসামা উপজেলায় মায়ের সাথে ঝগড়ার কারণে অভিমান করে শরিফুল ইসলাম (১৭) নামে এক যুবক নিজ বাড়ির শয়ন কক্ষে চাদর গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ঘটনাটি বৃহস্পতিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট মাষ্টার পাড়ায় (বাদিয়া পাড়া) নামক এলাকায় ঘটেছে।

আত্মহননকারী ওই যুবক ওই এলাকার মৃত বাবুল ইসলাম ওরফে ধানুয়ার ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম পেশায় একজন দিনমজুর শ্রমিক। তাঁরা ৫ ভাই ও ২ বোন। সে ভাই-বোনের মধ্যে ছোট।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে তার মা তাকে বলে, কি রে বাজার করলি না কেন। এতেই সে রাগারাগি করে। সে অভিমানে দুপুরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে বাড়ির লোকজন তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ইব্রাহিম হোসেন বলেন, চলাফেরা নিয়ে মায়ের সাথে ঝগড়ার জেরেই সে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ওসি (তদন্ত) মো.তাওহীদুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সে তার মায়ের সঙ্গে অভিমান করেছে। সে অভিমানে আত্মহত্যা করে। এমন ঘটনা দুঃখজনক। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।